বেতন বাকি রেখে শ্রমিক ঠকাচ্ছে হাবিব গ্রুপ, হেড অফিস ঘেরাও

বকেয়া বেতনের আদায়ের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা ধরে হাবিব গ্রুপের একটি প্রতিষ্ঠানের প্রধান ফটক ঘিরে রেখেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। বিক্ষোভের কারণে উভয় পাশে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন পথচারি ও কর্মব্যস্ত মানুষ।

শনিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের কোতোয়ালী থানার জুবলি রোড হাবিব গ্রুপের হেড অফিসের সামনে দুপুর ১টার দিকে এ বিক্ষোভ শুরু করা হয়।

এদিকে দুপুর সাড়ে ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ করছেন প্রায় দেড় শতাধিক পোশাক শ্রমিক।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শ্রমিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‌‘নভেম্বর মাসের বকেয়া বেতন এখনও পাইনি আমরা। বার বার টাকা দেওয়ার সময় পরবির্তন করে আসছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আজকেও (শনিবার) টাকা দেওয়ার তারিখ ছিল। এখনও কোনো টাকা পাইনি আমরা। টাকা না নিয়ে ঘরে ফিরব না।’

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গত এক মাসের বকেয়া বেতনের আদায়ের দাবিতে হাবিব গ্রুপের হেড অফিসের প্রধান ফটকে পোশাক শ্রমিকরা অবস্থান করছেন। এখনও সেখানে রয়েছে শ্রমিকরা। অপ্রীতিকর কোনো কিছু হচ্ছে না। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছেন।’

হাবিব গ্রুপের পরিচালক মো. আমানের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!