বেক্সিমকো সিনথেটিকসহ সিএসইর সাত কোম্পানির পারফরমেন্সের অবনতি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত সাতটি কোম্পানির পারফরমেন্সের অবনতি ঘটেছে। মঙ্গলবার (২৮ মে) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে ‘সিএসই শরিয়াহ ইনডেক্স’ চূড়ান্ত করেছে সিএসই। এতে পারফরমেন্স ভালো হওয়ায় নতুন করে ১৭টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, পারফরমেন্সের অবনতি হওয়ায় পূর্বের সাতটি কেম্পানিকে বাদ দেওয়া হয়েছে। মোট ১২৭টি কোম্পানিকে সিএসই শরিয়াহ ইনডেক্সে অর্ন্তভুক্ত করা হয়েছে। এটি আগামী ১১ জুন থেকে কার্যকরী হবে। প্রতি ছয় মাস পরপর সিএসই শরিয়াহ ইনডেক্স নির্বাচন করা হয়।
নতুন করে যুক্ত ১৭টি কোম্পানি হলো- আরামিট সিমেন্ট লিমিটেড, আজিজ পাইপস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ), নাভানা সিএনজি, উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরি, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, আমান কটন ফাইবারস, কাট্টলি ট্যাক্সটাইল, এমএল ডাইং, মতিন স্পিনিং মিলস, প্যাসিফিক ডেনিমস, শাশা ডেনিমস এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

বাদ যাওয়া সাতটি কোম্পানি হলো- অ্যাডভান্সড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো সিনথেটিক, জিবিবি পাওয়ার, অরিয়ন ফার্মা, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
চূড়ান্ত সিএসই শরিয়াহ ইনডেক্সের ১২৭টি কোম্পানি হলো- আমরা নেটওর্য়াকস লিমিটেড, আমরা টেকনোলজিস, আমান কটন ফাইবারস, অ্যাকটিভ ফাইন ক্যামিকালস্, অ্যাডভেন্ট ফার্মা, এএফসি এগ্রোবায়োটেক, অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমান ফিড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, অ্যাপেক্স ট্যানারী, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, আরামিট লিমিটেড, আরামিট সিমেন্ট, আর্গন ডেনিমস, আজিজ পাইপস, বঙ্গজ, বাটা সু কোম্পানি (বিডি), বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, বিডিকম অনলাইন, বাংলাদেশ ল্যাম্পস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিঅ্যান্ডএ টেক্সটাইলস, সিভিও প্যাট্রো-ক্যামিকাল রিফাইনারী, ড্যাফোডিল কম্পিউটারস, ডেল্টা স্পিনারস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, ড্রাগন সোয়োটার অ্যান্ড স্পিনিং, ইস্টার্ন কাবলস, ইস্টার্ন হাউজিং, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি, ফ্যামিলিট্যাক্স (বিডি), ফার ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুডস, জেনারেশনস নেক্সট ফ্যাশনস, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস, গ্রামীনফোন, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, হামিদ ফেব্র্রিক্স, এইচআর টেক্সটাইলস, এইচডবিøউএ ওয়েল টেক্সাটইলস (বিডি), দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ইনটেক, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামী ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ), খান ব্রাদারস পিপিও ভেনব্যাগ ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, কোহিনুর ক্যামিকাল কোম্পানি (বিডি), খুলনা পাওয়ার কোম্পানি, কাট্টলি ট্যাক্সটাইল, লাফার্জ হোলসিম বাংলাদেশ, লিবরা ইনফিউশনস, লিন্ডে বাংলাদেশ, মালেক স্পিনিং মিলস, ম্যারিকো বাংলাদেশ, মতিন স্পিনিং মিলস, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং অ্যান্ড ডাইং (সিইপিজেড), এমজেএল বাংলাদেশ, এমএল ডাইং, মুন্নু, সিরামিক ইন্ডাস্ট্রিজ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, নাভানা সিএনজি, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল টি কেম্পানি, অলম্পিক এক্সেসরিজ, অলম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্যাসিফিক ডেনিমস, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, আরএকে সিরামিকস (বিডি), রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, আরএন স্পিনিং মিলস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাইহাম টেক্সটাইলস মিল, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ, শাশা ডেনিমস, শুরিদ ইন্ডাস্ট্রিজ, স্যোশাল ইসলামী ব্যাংক, সিলভা ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বাংলাদেশ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, এসকেট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শাইন পুকুর সিরামিকস, শাহজি বাজার পাওয়ার কোম্পানি, স্কয়ার টেক্সটাইলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরি, ভিএফএস থ্রেড ডাইং, ইয়াকিন পলিমার এবং জাহিন স্পিনিং লিমিটেড।

এমএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!