বৃহস্পতিবার থেকে প্রমা’র তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব শুরু

চট্টগ্রামের স্বনামধন্য আবৃত্তি সংগঠন প্রমা’র ৩০ বছরপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী আবৃত্তি উৎসব শুরু হচ্ছে। জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ২৮ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে এ আবৃত্তি উৎসব।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি থাকবেন শহীদজায়া ও শহীদ ভগ্নি বেগম মুশতারী শফি, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, একুশে পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ প্রমুখ।

তিন দিনব্যাপী এই উৎসবে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, ওপার বাংলার জনপ্রিয় আবৃত্তিশিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়সহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করবেন।

এছাড়াও উৎসবে রয়েছে- বৃন্দ আবৃত্তি, প্রমার আবৃত্তি শিল্পীদের শতকণ্ঠে আবৃত্তি, কবিকণ্ঠে কবিতাপাঠ, কথামালা, স্মৃতিচারণ, ঢোলবাদনসহ নানা আয়োজন।

(এসআর)/এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!