ভরা বৃষ্টিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিরতিহীন ‘সড়ক উন্নয়ন’!

চসিক প্রধান প্রকৌশলীর আত্মপক্ষ

উন্নয়ন থেমে নেই! বৃষ্টিতেও বিরতিহীনভাবে কাজ চলছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়নের কাজ। খানাখন্দে ভরা রাস্তায় কাদাপানির ওপরেই বিটুমিন (পিচ) মিশ্রিত পাথর ফেলে কার্পেটিং করে সড়কে পিচ ঢালাইয়ে ব্যস্ত শ্রমিকরা। চসিকের এমন উন্নয়ন চিত্রই দেখা যায় নগরীর চকবাজার এলাকার কেয়ারী ইলিশিয়ামের সামনে এবং নগরীর লাভ লেইন মোড় নুর আহমেদ সড়কে। যা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করছেন নগরবাসীর অনেকে।

সরেজমিনে দেখা যায়, চসিকের শ্রমিকেরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কে জমে থাকা পানির ওপরেই পাথরের কণা ও বিটুমিনের গরম মিশ্রণ ফেলছেন আর ধোঁয়া ওঠা চায়ের মতো গরম মিশ্রণের ধোঁয়া উড়ছে। একদিকে বৃষ্টি আর অন্যদিকে গরম পিচ। পিচের মিশ্রণটি জমাট বাঁধার আগেই বৃষ্টির পানিতে তা ঠান্ডা হয়ে জমে যাচ্ছে।

ফেসবুকে ছবি দিয়ে সাংবাদিক এনাম হায়দার লিখেছেন, ‘আহারে উন্নয়ন — টাকা ব্যয় বৃষ্টির পানিতে…। দুপুর ১টা ৫০ মিনিট নগরীর লাভ লেইন মোড় এলাকায় সড়ক সংস্কার। বর্ষার প্রথম দিন প্রচন্ড বৃষ্টি- সড়কে বৃষ্টির পানি জমে আছে এরই মাঝে চলছে সড়কে ভিটুমিন ঢালাইয়ের কাজ। পানিতে ভিটুমিন দিয়ে চলছে সড়কের গর্ত ভরাট। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে গরম ভিটুমিন পানিতে যাচ্ছে মিশে। কালো টাকা -নাকি সাধারণ মানুষের কষ্টের টাকায় এই উন্নয়ন। কর্তৃপক্ষ কোন জবাব আছে কি?’

শাহরিয়ার রায়হান নামে এক ব্যক্তি তার টাইমলাইনে চসিকের উন্নয়নচিত্র সম্বলিত স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন, ‘ডিজিটাল দেশের উন্নয়ন বুঝি এভাবেই হয়!’

একইভাবে আরেকজন ব্যবহারকারী আক্ষেপ করে লিখেছেন, ‘উন্নয়নের জোয়ার বিটুমিন দিয়ে চাপা দেয়ার চেষ্টা। আমাদের তো অনেক টাকা। কিছু যদি বর্ষায় ধুয়ে যায় তাতে কি!’

কাদাপানির ওপরেই বিটুমিন (পিচ) মিশ্রিত পাথর ফেলে কার্পেটিং চলছে চকবাজার এলাকার কেয়ারী ইলিশিয়ামের সামনে।
শনিবার কাদাপানির ওপরেই বিটুমিন (পিচ) মিশ্রিত পাথর ফেলে কার্পেটিং চলছে কবাজার এলাকার কেয়ারী ইলিশিয়ামের সামনে।

ফেসবুকে ডিএসসি নামের চট্টগ্রামভিত্তিক একটি গ্রুপে বৃষ্টির পানির ভেতরেই সড়ক উন্নয়নের ছবি পোস্ট করে আবদুল্লাহ তামজিদ নামে একজন লিখেছেন, ‘এসব কি? সিটি কর্পোরেশনের উন্নয়নের জোয়ার।’

একই গ্রুপে মো. আরিফ উদ্দিন নামে একজন ছবি পোস্ট করে টাইমলাইনে উল্লেখ করেছেন, ‘মারহাবা, জনগণের মাল দড়িয়ামে ঢাল।’

এসব ছবিসহ চসিকের উন্নয়নচিত্র নিয়ে অনেককেই ব্যঙ্গবিদ্রুপ করতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রধান প্রকৌশলীর আত্মপক্ষ
এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিটুমিন মেশানোর প্ল্যান্ট সকালে যখন চালু করা হয়েছিল তখন আবহাওয়া ভালো ছিল। আমাদের লোকজন কাজ করার সময় বৃষ্টি শুরু হয়েছে। এ অবস্থায় বিটুমিনমিশ্রিত পাথরগুলো রাস্তায় দেওয়া ছাড়াও কোন উপায় থাকে না। তবে যেসব ভেজা জায়গায় ঢালা হয়েছে, বৃষ্টি বন্ধ হলে সেসব জায়গায় আবার রিপেয়ারিং করা হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!