বৃদ্ধের মৃত্যু নিয়ে তুলকালাম, আনোয়ারায় ডাক্তারকে মারধর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার হাইলধরের নিকিল গুপ্ত (৭০) নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা মেডিকেল অফিসার ডা. রিপন দত্ত ও কর্মচারী নজরুল ইসলামের উপর হামলা চালিয়ে মারধর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রয়ে আনে।

কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রিপন দত্ত বলেন, ‌‘রাত সাড়ে ১২টায় ৭০ বছরের এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। রোগীকে দেখে বুঝতে পারলাম তিনি হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছেন। রাত বেশি হওয়ায় ইসিজি করানো সম্ভব হয়নি। আমার তাদের মৃত্যুর খবর বললে রোগীর ছেলে ও স্বজনেরা মিলে আমাদের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় আমি অন্য একটি কক্ষে পালিয়ে যায়। তারা ওয়ার্ডবয় নজরুলকে অনেক মারধর করেছে। পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, ‘এ ঘটনায় সকালে সিভিল সার্জন হাসপাতালে এসে দেখে গেছেন। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার স্বজনেরা ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত ডাক্তারের উপর হামলা চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!