বুনো হাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু কাপ্তাইয়ে

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে বুনো হাতির আক্রমনে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলা্ই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮)।

ভদন্ত আজ্ঞাধাম্মা থের উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় অবস্থিত তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ। কারিগরপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) উথোয়াই প্রু মারমা জানান, সোমবার ভোরে বিহারে পাশেই এই ঘটনা ঘটেছে। বৌদ্ধ ভিক্ষু বিহারে পূজা সম্পন্ন করে বিহার থেকে বের হওয়ার সময় বুনো হাতি আক্রমণ করে এবং আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। আশেপাশে ঘরবাড়ি না থাকায় কেউ বাঁচাতে এগিয়ে আসতে পারেননি বলে জানান তিনি।

২নং রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সায়ামং মারমা জানান, রাইখালী ইউনিয়নের কারিগরপাড়য় তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!