বুধবার থেকে শুরু চসিকের স্কুলে ভর্তির লটারি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লটারি শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। তিন ধাপে এটি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

১৩ জানুয়ারি ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, গুল-এ-জার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং লামাবাজার এএএস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে।

১৪ জানুয়ারি ভর্তির লটারি হবে কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়, সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, হালিশহর আলহাজ মহব্বত আলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে।

সবশেষ ১৬ জানুয়ারি ভর্তির লটারি হবে অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, বলুয়ারদিঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে।

ভর্তির লটারির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগ জানিয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!