বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানি থেকে বাঁচালো ট্রাকচালক

চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় স্টারশিপ ফ্যাক্টরীর সামনে প্রতিবন্ধী এক কিশোরীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।

ওই সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একজন ট্রাকচালক বিষয়টি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ ফোন দেয়।

পরে ৯৯৯ থেকে বায়েজিদ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছে ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে।

এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বায়েজিদ থানার খালেদা বাড়ির মো.সাব্বিরের ছেলে মো. সোহেল (২২), গাইবান্ধা জেলার পলাশ বাড়ির আদিমপুর চিশতী পাড়ার মৃত তারেক মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (২২), ভোলা জেলার মনপুরা থানার হাজিরহাট এলাকার মৃত মো. তাজুল ইসলামের ছেলে মো. জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার সদর থানার পাহাড়তলী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সাদেক (১৮) ও কক্সবাজার জেলার উখিয়া থানার নুরবুনিয়া পাথর বাড়ির মৃত সৈয়দুল আমিনের ছেলে ইসহাক মিয়া (১৮)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘এভাবেই ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও মহানুভবতায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বখাটের হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। বুধবার বিকেলে আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!