বুজুর্গদের অবদানেই দেশে ইসলামের প্রসার হয়েছে- আইআইইউসিতে সংবর্ধনায় এমপি নদভী

বুজুর্গদের অবদানেই আমাদের দেশে ইসলামের প্রসার হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে লন্ডনভিত্তিক সংস্থা আলাউদ্দিন সিদ্দিকী ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা পীর-এ তরীকত মুহাম্মদ নুরুল আরেফিন সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বহু ভাষার চর্চা হতে হয়। জ্ঞানচর্চার পরিভাষা নিয়ে বিতর্ক থাকা উচিত নয়। ইসলামের জ্ঞান যে ভাষাতেই হোক তা অর্জন করতে হবে। মানুষ হিসেবে উন্নত হতে হলে এই জ্ঞানের বিকল্প নেই। আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ হতে হবে। উন্নত চরিত্র গঠনের লক্ষে আল্লাহ শিক্ষক হিসেবে মানবজাতির মাঝে আমাদের নবীকে (সা.) প্রেরণ করেছেন। সমাজ সংস্কারের জন্য যুগে যুগে দ্বীনের খেদমতকারীদের আগমন ঘটেছে পৃথিবীতে। বুজুর্গদের অবদানেই আমাদের দেশে ইসলামের প্রসার হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘আল্লাহকে সন্তুষ্ট করার নানা পথ আছে৷ সবার আগে প্রয়োজন নিজের পরিশুদ্ধি। এতেই পৃথিবী একদিন সুন্দর হয়ে উঠবে। সুফিবাদেই প্রেম দেখা যায়, সুফিবাদের মুল কথাই ভালবাসা, এই ভালবাসা দিয়েই আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে পারলে আল্লাহ’র সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়া সম্ভব।’

সংবর্ধিত অতিথি আল্লামা পীর-এ তরীকত মুহাম্মদ নুরুল আরেফিন সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, ‘আত্মা ছাড়া শরীরকে কল্পনা করা যায় না। আত্মা ও শরীরকে পরিচর্যা করতে হয় জ্ঞান দিয়ে। সুফিবাদের বাস্তবতাকে বুঝতে হবে, জ্ঞানার্জনের মাধ্যমে তা উপলব্ধি করতে হবে। জ্ঞান হচ্ছে এক ধরণের আলো। দ্বীনের জ্ঞান মানুষকে আল্লাহ’র সান্নিধ্যে নিয়ে যায়। পার্থিব জ্ঞান দিয়ে তা সম্ভব নয়। সুফীদের কোনো রঙ নেই। সুফিদের রঙ হচ্ছে ইসলাম। কোরান-হাদীদের বাইরে সুফিরা ইসলাম চর্চা করে না।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইআইইউসি’র উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, এমডিপি’র পরিচালক আমিন নদভী, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. শাকের আলম শওক, রেজিস্ট্রার মুহাম্মদ শফিউর রহমান, ঢাকা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ ইসলামিক দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান উবায়দুর রহমান খান নদভী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!