বিয়ের আদ্যোপান্ত নিয়ে রেডিসন ব্লু’তে ওয়েডিং এক্সপো

বিয়ের জুয়েলারি, শাড়ি, শেরওয়ানি, মেহেদি কিনবেন কোত্থেকে, খাবারের আয়োজন হবে কিভাবে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ কোথা পাওয়া যাবে অথবা বিয়ের পর হানিমুনে যাবেন কোথায়, কিভাবে—এত চিন্তা যখন মাথার ভেতর তখন সব প্রশ্নের উত্তর নিয়ে শুরু হচ্ছে বিয়ে মেলা। যেখান থেকে জানা যাবে বিয়ের আদ্যোপান্ত, বর-কনে কিংবা তাদের অভিভাবক দেখে-শুনে নিতে পারবেন সিদ্ধান্ত।

বিয়ের সামগ্রিক বিষয় নিয়ে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে বুধবার (১০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো ২০২১’।

তিন দিনব্যাপী ওয়েডিং এক্সপোতে অংশ নেবে ওয়েডিং এক্সপার্টস কনসালটেন্সি ফার্ম, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ ও স্বনামধন্য ডিজাইনারদের পোশাক প্রদর্শনীসহ মোট ৫০টি প্রতিষ্ঠান। মঙ্গলবার (৯ নভেম্বর) হোটেল রেডিসন ব্লু’র মেজবান হলে এ উপলক্ষে মিট দ্য প্রেসে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভায়োলেট ইনকর্পোরেশনের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এবিএম খালেদ মাহমুদ বলেন, তিন দিনব্যাপী আন্তর্জাতিক মানের গ্র্যান্ড ওয়েডিং এক্সপো আয়োজন করে আসছে ভায়োলেট ইনকর্পোরেশন। এতে থাকছে ওয়েডিং প্ল্যানের জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের মেন্যু ও ভেন্যু বাছাইয়ের সুযোগ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েডিং মেকআপ, ওয়েডিং এক্সপার্ট, ডিজাইনারদের তৈরি পোশাক ও জুয়েলারিসহ আকর্ষণীয় সব আয়োজন।

তিন দিনব্যাপী এ আয়োজনে একই ছাদের নিচে থাকছে বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি থেকে সমাপনী পর্যন্ত যাবতীয় সবকিছু।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল হাসেম, কাসাব্লাংকা এন্ড ম্যানেজিং ডিরেক্টর ইস্ট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের অপারেশন ডিরেক্টর টুলু উস শামস্, ইভেনটিভ চিটাগাং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান নির্বাহী কাজী জয়নাল, ক্যানোপি লাইফ স্টাইলের পক্ষ হতে স্বত্ত্বাধিকারী রুম্মান আহমেদ, এম এন্ড এম এর প্রধান নির্বাহী মানজুমা মোরশেদ।

প্রসঙ্গত, বুধবার সকাল ১১টায় এক্সপোর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল হাসেম। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।

আরএ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!