বিশ্ব ফার্মাসিস্ট দিবসে আইআইইউসির বর্ণাঢ্য আয়োজন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফার্মাসি বিভাগের উদ্যোগে পালন করা হলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে আয়োজন করা হয় আলোচনা সভা।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের অবদান এবং অগ্রগতিকে সমর্থন জানিয়ে আয়োজন করা হয় র‍্যালিও।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের আইআইইউসি ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘বিশ্বজুড়ে বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশার মধ্যে ফার্মাসিস্ট পেশা অন্যতম। ফার্মাসিস্টরা ওষুধ তৈরি, বিপণন এবং ওষুধের নিরাপত্তা নিয়ে কাজ করেন মূলত। পাশাপাশি ফার্মেসিস্টরা ওষুধ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। করোনা মহামারীতে টিকা আবিষ্কারের মতো চ্যালেঞ্জিং কাজটিতেও প্রত্যক্ষভাবে রয়েছে ফার্মেসিস্টদের অবদান।’

বক্তারা বলেন, ‘এ বছর ফার্মাসিস্ট দিবসের থিম হলো— Pharmacy : Always trusted for your health. এই থিমে একজন রোগী বা গ্রাহকের বিশ্বস্ত বন্ধু হিসেবে ফার্মাসিস্ট পেশাকে অভিহিত করা হয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘এই ফার্মাসিস্ট দিবসে আমরা বলতে চাই, হসপিটাল ফার্মেসি চালু করা এখন সময়ের দাবি। এটিকে সুদুরপ্রসারী পরিকল্পনা করে সরকারি-বেসরকারি হাসপাতালে ন্যূনতম একজন করে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে।’

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মছরুরুল মওলা, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ শফীউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আকতার সাঈদ, কলা অনুষদের ডিন ড. রিয়াজ মাহমুদ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এটিএম মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কাজী আশফাক আহমেদ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তারেক, এএসএম আলী রেজা, ড. মুহাম্মদ আরীফুল হক, লেকচারার আশরাফ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাজমুল ইসলাম, রিনিআরা খাতুন, সানজিদা ইসলাম, ফেরদৌসী আক্তারসহ ফার্মেসি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!