বিশ্বের শীর্ষ ৫ অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ

বিশ্বব্যাংক বলছে, বিশ্বের শীর্ষ ৫ অর্থনীতির দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। প্রবৃদ্ধি ইতিবাচক থাকায় বাংলাদেশ এবার ৭.৩ শতাংশে পৌঁছাবে।

বৃহস্পতিবার ঢাকায় বিশ্বব্যাংক এক সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানান, অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

বাংলাদেশের এ প্রবৃদ্ধি অর্জনকে অক্ষুণ্ন রাখতে রাজস্ব আদায়, ব্যাংকিং খাত ছাড়াও অবকাঠামো খাতে দুর্বলতা দূর করাসহ আর্থিক খাত পরিচালনায় নিয়ন্ত্রণ ও তদারকির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!