বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, চমক বলতে তিনটি

মাশরাফির বাইরে চিন্তাভাবনা করার সুযোগ এমনিতেই ছিল না। বাস্তবেও হয়েছে সেটিই। মাশরাফিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চমক বলতে তিনটি মাত্র। দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দলের নতুন সদস্য হয়েছেন আবু জায়েদ রাহির। আর দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঢাকা শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৫ সদস্যের বাংলাদেশের বিশ্বকাপ দল

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সহ-অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান। এছাড়া সদস্যদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মিঠুন চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহি।

আয়ারল্যান্ড সফরে যুক্ত হবেন বাড়তি দুজন- ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!