বিশ্বকাপের শুরুতেও চট্টগ্রামে জার্সি কিনতে ভিড় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের

মঙ্গলবার মাঠে নামবে আর্জেন্টিনা, শুক্রবার ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের দামামা বেজেছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশ কাতারকে হারিয়ে শুভ সূচনা করেছে ইকুয়েডর। তবে বাংলাদেশে বিশ্বকাপের আমেজ শুরু মঙ্গলবার থেকে। ওইদিন আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদিআরবের। এর দু‘দিন পর শুক্রবার মাঠে নামবে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ সার্বিয়া। ইতোমধ্যে প্রিয় দলের জার্সি কিনে ফেলেছেন অনেকে। এরপরও চট্টগ্রাম নগরীর জার্সি বিক্রির দোকানগুলোতে ভিড় লেগেই আছে। লোকে ঠাসা দোকানগুলোতে দম ফেলার সুযোগ নেই বিক্রেতাদের। ‘দ্যা গ্রেট শো অন আর্থ’ বাংলাদেশ থেকে চার হাজার কিলোমিটার দূরে হলেও পাড়ার অলি-গলিতে বিভিন্ন দলের পতাকা ও ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউরির জার্সির দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, জার্সি কিনতে দোকানভর্তি মানুষ। কেউ কেউ নিজের জন্য ছাড়াও পরিবারের ছোট-বড়দের জন্যও জার্সি কিনছেন। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। তবে মাঝেমধ্যে জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ডের জার্সির জন্যও আসছেন অনেকে। মানভেদে ৫০০ থেকে ২৫০০ হাজার টাকার জার্সিও রয়েছে দোকানগুলোতে।

এদিকে বিশ্বকাপের উন্মাদনায় বুঁদ হয়ে আছে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের তারা ঘোষণা করছে ‘সমর্থক গোষ্ঠী কমিটি’। এসব কমিটির পদগুলোর আবার অন্যরকম। চট্টগ্রাম কলেজে ৬১ সদস্যের ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’র কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে ‘আর্জেন্টিনাকে টিস্যু বিতরণ বিষয়ক সম্পাদক’ বা ‘আর্জেন্টিনার গুজব প্রতিরোধ বিষয়ক সম্পাদক’র মত পদও রয়েছে।

এভাবে আলাদা আলাদা কমিটি করেছে মহসিন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। প্রিয় দলের সমর্থনে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে মহসিন কলেজের ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’। কলেজের আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচও হয়েছে। যেটিতে আর্জেন্টিনার জালে ‘এক হালি’ গোল উপহার দেয় ব্রাজিল।

এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে মহসিন কলেজ ব্রাজিল সমর্থক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা এমইউ সোহেল বলেন, ‘প্রতি চার বছর পর পর আসে এমন ক্ষণ। তাই সময়টা স্মরণ করে রাখতেই এমন আয়োজন।’

মো. নাঈম উদ্দিনের নামের হালিশহরের এক বাসিন্দা বলেন, ‘নিজের পকেটের টাকা খরচ করে বাড়ির ছাদে টাঙিয়েছি ১৩ ফুটের দুটো ব্রাজিলের পতাকা। শুধু তাই নয়, এলাকার ছোট ভাইদেরও জার্সি উপহার দিয়েছি। আসলে আনন্দ ভাগাভাগিতে আনন্দ বাড়ে।’

একমাস ব্যাপী ফুটবল তর্কে সরগরম থাকবে আড্ডার টেবিল থেকে শুরু করে পাড়ার অলিগলি। এমনকি বিভিন্ন কর্পোরেট হাউসেও চলবে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে নানান তর্ক-বিতর্ক। আনন্দ-উত্তেজনায় বিশ্বকাপের দিনগুলো ভালো কাটবে—এমনটাই আশা করছেন ফুটবলপ্রেমীরা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!