বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩০ অক্টোবর) রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস, অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-১৯ পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ চৌধুরী, মেডিক্যাল অফিসার সুবীর চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রীতি রঞ্জন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী লাল চাকমা, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) পূর্ণেন্দু চাকমা, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী নিত্যলাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!