বিমানবাহিনীর গাড়ির ধাক্কা, ৯ দিন পর প্রাণ গেল হাসপাতালের বেডে

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক ব্যক্তি নিহত হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম আব্দুল মাবুদ।

রোববার (৩০ মে) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুল মাবুদ সাতকানিয়া চিতুয়া পাড়ার কালু মিয়ার ছেলে।

জানা যায়, গত শনিবার (২২ মে) রাতে পতেঙ্গা থানার মুসলিমাবাদ বেড়িবাঁধে বিমান বাহিনীর একটি গাড়ি আব্দুল মাবুদ ও ফাহিমকে ধাক্কা দেউ। এ সময় তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এর মধ্যে আব্দুল মাবুদের অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, বিমান বাহিনীর গাড়ির ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে গত ২২মে রাতে দুইজন চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। রোববার দুপুর আড়াইটার দিকে আব্দুল মাবুদ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

এএন/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!