বিভাগীয় ফাইনালে রাঙামাটি-খাগড়াছড়ি ও কক্সবাজার-চাঁদপুর

বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি দল। অন্যদিকে বঙ্গবন্ধুতে (ছেলেদের) ফাইনালে উঠেছে কক্সবাজার ও চাঁদপুর জেলা।

মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতার প্রথম সেমিফাইনালে রাঙামাটি জেলা দল শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ৩-২ গোলে পরাজিত করে। সকাল ১০টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে খাগড়াছড়ি জেলা দল ৫-১ গোলের বড় ব্যবধানে ফেনী জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে।

একই সময়ে স্টেডিয়ামের অন্য প্রান্তে অনুষ্ঠিত
বঙ্গবন্ধু ফুটবলের প্রথম সেমিফাইনালে কক্সবাজার জেলা দল ৪-২ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে চাঁদপুর জেলা দল ২-১ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে।

বুধবার সকাল ১০ টায় এম এ আজিজ স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে সকাল ৯ টায় উভয় বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, এবং সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!