ই-সিগারেটের বিষ ছড়িয়েছে হাটহাজারীতেও

চিরাচরিত ধূমপানে কথিত আধুনিকতা নিয়ে এসেছে ই- সিগারেট। এই ই-সিগারেটের ধোঁয়া ছড়িয়েছে হাটহাজারী পর্যন্ত। স্কুল ফাঁকি দিয়ে দলবেঁধে ধূমপানে নেমেছে অনেক শিক্ষার্থীই।

কয়েকদিন আগে একটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ই-সিগারেটে আসক্তির অভিযোগ করলে বিষয়টি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে তিনি এ বিষয়ে খোঁজখবর নেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী পৌরসভার চারটি দোকানে অভিযান চালিয়ে ১০০ ই-সিগারেট জব্দ করে উপজেলা প্রশাসন।

নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, হাটহাজারী উপজেলার বিভিন্ন স্কুলগামী ষষ্ঠ থেকে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ই-সিগারেটে আসক্ত হয়ে পড়ছে। স্কুল ফাঁকি দিয়ে দলবেঁধে ই-সিগারেট পান, অতঃপর বড় ভাইয়ের সান্নিধ্য কিশোর গ্যাংবাজি। অভিভাবকেরা সচেতন হলে এই আসক্তি কমে আসবে।

তিনি বলেন, দোকানদাররা স্বীকার করেছে, তারা বাচ্চাদের কাছে ই-সিগারেট বিক্রি করে অন্যায় করেছে। মূলত ১৪-১৫ বছরের কিশোররাই ই-সিগারেটের ক্রেতা। তারা ভবিষ্যতে আর ই-সিগারেট বিক্রি করবে না বলে মুচলেকা দেয়।

সিএম/সিআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!