বিনয়বাঁশী জলদাসের ১০৯তম জন্মদিবস পালিত

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১০৯তম জন্মবার্ষিকী বোয়ালখালী পৌরসভা শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে ভাস্কর্য চত্বরে পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় বিনয়বাঁশী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা হয়।

সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশীর ঢোলবাদন মানুষের আত্মার সঙ্গে একীভূত হয়ে ভাবের মেলবন্ধন সৃষ্টি করতো। বিনয়বাঁশী আন্তর্জাতিক পরিমণ্ডলের শিল্পী, তাঁর জন্মে জাতি গর্বিত।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন শিল্পীর ছেলে বাবুল জলদাস। শিল্পীগোষ্ঠীর পরিচালক বিপ্লব জলদাসের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সংস্কৃতিকর্মী লুৎফর রহমান কামাল। উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ বিধান দাস, কালীপদ দাস, দোলন জলদাস, রত্না নাথ, পিংকি দাস, নীলা দাস, অর্পিতা ঘোষ, দেবী ঘোষ, সীমু দাস, নান্টু দাস ও প্রীতি দাস।

বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাশ ১৯১১ সালে বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডীতে জন্মগ্রহণ করেন। এ ঢোলবাদনের নৈপূর্ণতা ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। ২০০২ সালের ৫ এপ্রিল তিনি মারা যান।

এসবি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!