বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠানালা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের কাশেম

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ প্রার্থী এমএ কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপ-নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় এমএ কাশেমকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে।

এর আগে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. খায়রুল আলম মারা যাওয়ায় গত ২৬ আগস্ট ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।

বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এমএ কাশেম প্রয়াত চেয়ারম্যান খায়রুল আলমের ছোট ভাই এবং মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, মিঠানালা ইউনিয়নের উপ-নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় এবং মনোনয়ন ফরমে কোন সমস্যা না থাকায় আজ এমএ কাশেম নামের এক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৫৬০ জন। যার মধ্যে পুরুষ ১০ হাজার ৪৫৭ জন এবং মহিলা ১০ হাজার ১০৩ জন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!