বিদ্রোহীদের সরে যাওয়ার নির্দেশ মেয়র নাছিরের

রোববার বিকেলের আগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চত্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদকের বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘রাজনীতি একদিনের বিষয় নয়। রাজনীতি চর্চা মানে দলের প্রতি সম্মান প্রদর্শন। দলের নেতাদের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ীই দলের পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মনোনীত করা হয়েছে। সুতরাং নেত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আগামীকাল ৮ মার্চের মধ্যে মনোনয়ন বঞ্চিত কাউন্সিলর প্রার্থীদেরকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।’

মেয়র বলেন, ‘মঞ্চে দাঁড়িয়ে সুন্দর সুন্দর বক্তব্য দিলেই হবে না। কাজ কী করলাম তা দেখাতে হবে, যে কোন মূল্যে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আমাদের ফোরাম আছে, কার্যবিধি আছে, ফোরামে বিবিধ আলোচনা আছে। সব আলোচনা সেখানেই করতে হবে। যেখানে সেখানে দাঁড়িয়ে দলের নেতার সমালোচনা করা ঠিক কাজ নয়। ২৯ তারিখের নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রী যাকে প্রার্থী নির্বাচন করেছেন, যে পরিকল্পনা করেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। প্রয়োজনে যা করার প্রয়োজন তা করবে।’

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, খোরশেদ আলম সুজন বক্তব্য রাখেন। এ সময় নগর আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সিডিএ চেয়ারম্যান জহুরুল আলম দোভাষ, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,শফিক আদনান,আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ কার্যনির্বাহী পরিষদ সদস্য, ওয়ার্ড, থানা, ইউনিট আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সকল অঙ্গসহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৫ মার্চ নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে বিদ্রোহীরা নিজেদের পক্ষে নানা যুক্তি তুলে ধরে কাউন্সিলর নির্বাচন উন্মুক্ত করে দেওয়ার দাবিতে অনড় ছিলেন। এমনকি নেতাদের সামনেই ব্যাপক হট্টগোল ও বিক্ষোভ করেছিলেন বিদ্রোহীরা। ওই সময় মোশাররফ হোসেন ৮ মার্চ ওবায়দুল কাদেরের সামনে সব অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে সভাস্থল ত্যাগ করেছিলেন।

তবে বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড যাদের দলীয় সমর্থন দিয়েছেন তাদের মেনে নিতেই হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করার কোনও সুযোগ নেই। অন্যথায় দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত যাবে বিদ্রোহীদের বিরুদ্ধে৷

চট্টগ্রাম নগরীর ৪১ সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এবার প্রথমবারের মতো কাউন্সিলর পদে ৫৫ জনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। গত সিটি করপোরেশন নির্বাচনে জিতে আসা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ১৯ কাউন্সিলর এবার দলীয় সমর্থন পাননি। তাদের মধ্যে ১৮ জনই এবার বিদ্রোহী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়া পাঁচটি ওয়ার্ড ছাড়া প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত অথবা পদ-পদবিতে থাকা ৩-৪ জন করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার (৮ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।

এডি/এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!