বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু পটিয়ায়

চট্টগ্রামের পটিয়ায় মোমবাতি কারখানায় ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নিউটন দে নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টার দিকে খাজা আজমির নামের মোমবাতি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিউটন দে (৪২) উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শান্তি পদ দে’র ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তার ১১ ও ছয় বছরের দু’জন ছেলে সন্তান আছে।

নিহতের ভাইপো হিল্লোল দে বলেন, ‘বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গ্রামের বাড়িতে খাজা আজমির নামের তার মোমবাতি কারখানায় যান নিউটন। এরপর সেখানে ঝুলে থাকা বৈদ্যুতিক তার হাত দিয়ে সরানোর সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তার স্ত্রীর চিৎকার দিলে আমরা এসে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ইসিজি করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরও আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরির বিভাগের চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।’

পটিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সাহাবুদ্দিন আকন্দ বলেন, ‘আমরা নিউটন দে নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশটি চট্টগ্রাম মেডিকেলের মর্গে আছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ এখনো পাইনি।’

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, ‘আমরা বিদ্যুৎস্পৃষ্টে নিউটন দে’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে আমরা পাঁচলাইশ থানাকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

পাচঁলাইশ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি। শেষ হলেই আপনাদের জানাব।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!