বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু 1প্রতিদিন ডেস্ক : নগরীর হালিশহর ও বাদুরতলা এলাকায় বৃষ্টির মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন।

তন্মধ্যে সোমবার (১২জুন) সকালে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন রবিউল করিম (৪০) ও তার স্ত্রী রোকসারা বেগম (৩০)। পরে হাসপাতালে রবিউলের মৃত্যু হয়।

আর নগরীর হালিশহরের রামপুরা এলাকায় সকালে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় রাজু নামে ১২ বছর বয়সী এক শিশু।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর জানান, বাদুরতলার রবিউল ও তার স্ত্রীর বাসা স্থানীয় ইলিয়াছ কলোনীতে। কাছেই একটি গ্যারেজে নিরাপত্তারক্ষীর কাজ করেন রবিউল।

কাজ শেষে সকালে ফেরার সময় বাসার বাইরে বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে তিনি সরাতে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে রোকসারাও বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সকালে হালিশহরের রামপুরা এলাকার একটি মাঠে খেলতে গিয়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃস্ট হয় স্থানীয় আবদুল আজিজের ছেলে রাজু।

হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!