বিদায় বেলায় সিএমপি কমিশনারের আবেগঘন স্ট্যাটাস

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ-মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। সিএমপি থেকে বিদায় বেলায় এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নিজের ব্যক্তিগত ফেসবুকের টাইমলাইনে পোস্ট করা ওই স্ট্যাটাসে চট্টগ্রামের মানুষ ও সহকর্মীদের সম্পর্কে মাহবুবর রহমান লিখেছেন ‘সাগর, পাহাড়ের মতো বিশাল এ শহরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংবাদকর্মী ও সাধারণ মানুষের মন। আমার সহকর্মীরাও কম কিসে?’

এই বদলিতে ‘শুকরিয়া’ প্রকাশ করে এটিকে ‘নতুন এসাইনম্যান্ট’ হিসেবে উল্লেখ করেন তিনি।

এই বদলির মাধ্যমে রাজধানীতে পরিবারের কাছে ফিরছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বন্দরনগরীতে ২ বছর ৩ মাস পার করে ফিরে যাচ্ছি রাজধানীতে, পরিবারের কাছে। সফলতা-ব্যর্থতার হিসেব মেলাবেন সম্মানিত নগরবাসী।’

করোনাকালে সিএমপিতে মানবিক নানা পদক্ষেপ নিয়ে চমক দেখানো এই পুলিশ কর্মকর্তা সিএমপির প্রতি শুভকামনা জানিয়ে লিখেন, ‘অব্যাহত থাকুক আমাদের মানবিক পুলিশের পথচলা।’

২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করার পর গত ২ বছর ৩ মাসে চট্টগ্রামে জনবান্ধন পুলিশিংয়ে ভিন্নমাত্রা যোগ করেন মাহবুবর রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় দেওয়া তাঁর ওই স্ট্যাটাসে রাত ১০টা পর্যন্ত মোট ৪ হাজার ৭০০ জন লাইক রিয়েক্ট দিয়েছেন, কমেন্ট করেছেন ১ হাজার ৫০০ জন।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!