‘বিথম কলেজ অব প্রফেশনালস আন্তর্জাতিক মানের ডিগ্রি প্রদান করছে’

চলছে দুই দিনব্যাপী এডমিশন ফেয়ার ও পিঠা উৎসব

চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত বিথম কলেজ অব প্রফেশনালস এ আয়োজিত দুই দিনব্যাপী এডমিশন ফেয়ার এবং শীতকালীন পিঠা উৎসব ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিথম কলেজ অব প্রফেশনালস এর অধ্যক্ষ মো. জাকের হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাংয়ের (ইউএসটিসি) সাবেক প্রো-ভিসি প্রফেসর ডাক্তার এ এইচ এম ইসহাক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ তানভীর হায়দার আরিফ, বিথম কলেজ অব প্রফেশনালস এর গভর্নিং বডি সভাপতি কামাল হোসেন, হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর এইচআর ম্যানেজার মনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বিথম কলেজ অব প্রফেশনালস চট্টগ্রামে আন্তর্জাতিক মানের ডিগ্রি প্রদান করছে, যা একজন শিক্ষার্থীকে দেশ-বিদেশে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

'বিথম কলেজ অব প্রফেশনালস আন্তর্জাতিক মানের ডিগ্রি প্রদান করছে' 1

প্রধান অতিথি বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশী আন্তর্জাতিক ডিগ্রি অর্জন করা সম্ভব। বিথম কলেজ অব প্রফেশনালস চট্টগ্রাম তথা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য সেই সুযোগ সৃষ্টি করছে।

বিশেষ অতিথি প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা আগে বিদেশে যেতাম উন্নত ডিগ্রি অর্জন করার জন্য। আর এখন আমাদের দেশেই আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. জাকের হোসেন বলেন, বিথম কলেজ অব প্রফেশনালস উঁচুমানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম।

বিথম কলেজ অব প্রফেশনালস আয়োজিত এডমিশন ফেয়ার এবং পিঠা উৎসবে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং কোর্সের বিষয়ে
বিভিন্ন তথ্য।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!