বিজিবির ওপর ইয়াবা ব্যবসায়ীদের হামলা উখিয়ায়

কক্সবাজারের উখিয়ায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার (২৮ জুন) ভোরে উখিয়া সীমান্তে নলবনিয়া গ্রামে ইয়াবা উদ্ধারের সময় এ ঘটনা ঘটে। এতে বিজিবির দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘উখিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী লুৎফর রহমান লুতু মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে তার বাড়িতে মজুদ রাখে। এই সংবাদ পাওয়ার পর শুক্রবার ভোরে বিজিবির একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় লুতুর দল ও পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি চালায়। এ ঘটনায় বিজিবি’র দুই সদস্যসহ চারজন আহত হন।’

বিজিবির এই কর্মকর্তা জানান, একপর্যায়ে লুতু পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ও বেশ কিছু ছুরি উদ্ধার করা হয়। লুতু একজন শীর্ষ ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে লুতুকে প্রধান করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!