‘ব্রিগেডিয়ার জেনারেল’ সেজে প্রতারণার জাল, খুলশীতে যুবক গ্রেপ্তার

সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করতে থাকা এক যুবককে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশ। তার নাম শুভ মল্লিক ওরফে ঋতুরাজ সেন গুপ্ত (৩০)।

রোববার (১৪ আগস্ট) নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা, বিভিন্ন প্রকার সীল, ভিজিটিং কার্ড জব্দ করা হয়। শুভর গ্রামের বাড়ি পটিয়া থানার কাশিয়াইশ ইউনিয়ন এলাকায়। তার বাবার নাম অনুপম মল্লিক।

পুলিশ জানায়, শুভ নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে নানারকম প্রতারণা করে বেড়াতেন। মানুষকে বিশ্বাস করাতে তিনি সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, লোগোযুক্ত মানিব্যাগ, ভিজিটিং কার্ড ও সীলমোহর ব্যবহার করতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘শুভ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন প্রার্থীর ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইউসুফ ইলাহী বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শুভকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!