বিকাশ প্রতারকচক্রের কলকাঠি নড়ছিল চান্দগাঁও থেকে, শিকার নোয়াখালীতে

এক ব্যবসায়ীরই সাড়ে তিন লাখ টাকা উধাও

বিকাশ প্রতারকচক্রের কলকাঠি নড়ছিল চট্টগ্রামের চান্দগাঁও থেকে। আর শিকার নোয়াখালীর চাটখিলে। এক ব্যবসায়ীর বিকাশ একাউন্ট হ্যাক করেই চক্রটি হাতিয়ে নিয়েছিল সাড়ে তিন লাখ টাকা।

জানা গেছে, চট্টগ্রামের চান্দগাঁও এলাকাভিত্তিক একদল হ্যাকার গত ২৫ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর বাজারের ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশের এজেন্ট সিম হ্যাক করে। এস ময় তারা প্রতারণার মাধ্যমে ওই সিম থেকে তিন লাখ ৪৩ হাজার টাকা তুলে নেয়।

এ ঘটনার পরে প্রতিষ্ঠানটির পরিচালক মো. সফিকুল ইসলাম বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার (১০ জানুয়ারি) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হ্যাকারদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হ্যাকারচক্রের তিনজনকে গ্রেফতার করে চাটখিল থানার পুলিশ।

গ্রেফতার হওয়া তিনজন হলেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার খোকন ও ইকবাল হোসেন এবং ভোলা জেলার বাসিন্দা জামাল উদ্দিন।

গ্রেফতারকৃত তিনজনকেই সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন তাদের অপরাধ স্বীকার করে নোয়াখালী বিচারিক আদালতে জবানবন্দি দিয়েছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!