বিকট শব্দে ট্রেনটি থেমে গেল, অল্পের জন্য বাঁচলো যাত্রীরা

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুর্ঘটনা

চট্টগ্রাম-নাজিরহাট রুটের ফরেস্ট গেট এলাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। ওই রেলের যাত্রীরা বলেছেন, আল্লাহর রহমতে এবার রক্ষা পেয়েছি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭ টায় চট্টগ্রাম-নাজিরহাট রুটের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনটির যাত্রী মোজ্জামেল শাকিল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন ‘আমি ষোলশহর স্টেশন থেকে ট্রেনটিতে উঠি। ৪/৫ মিনিট চলার পরেই ট্রেনটি থেমে বিকট শব্দ করে থেমে যায়। তারপর বড় কোন দুর্ঘটনা মনে করে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যায়। আল্লাহর অশেষ রহমতে এবার বেঁচে গেছি।

স্থানীয়রা বলেন, ফরেস্ট এলাকা থেকে পিলখানা মসজিদের গলি পর্যন্ত রেললাইন ঘেঁষে ইট, কংকর আর বালির স্তুপ ফেলে রাখে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই স্তুপে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী ট্রেনটি বিকট শব্দে থেমে যায়।

এছাড়াও দীর্ঘদিন ধরে ওই এলাকায় রেললাইন ঘেঁষেই কিছু সীমানা পিলার স্তুপ করে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব পিলারগুলো যে কোন মুহূর্তে রেললাইনের উপরে এসে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন। পরে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ইট,কংক্রিট আর বালুর স্তুপ সরিয়ে পুনরায় চালু করে ট্রেন।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!