ব্রেকার বিস্ফোরণে কেঁপে উঠল সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড বাড়বকুণ্ড এলাকায় বিদ্যুৎ বিতরণ বিভাগের অফিসে স্থাপন করা পল্লীবিদ্যুতের ব্রেকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ডে এ ঘটনা ঘটে। পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হঠাৎ করে ব্রেকার বিস্ফোরণ ঘটলে এতে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। তবে ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে দুর্ঘটনার পর থেকে সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলা মিরসরাই বারৈয়ারহাট পর্যন্ত বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ বলেন, এখানে স্থাপন করা পল্লীবিদ্যুতের ব্রেকারটি হঠাৎ করে বিষ্ফোরণ হয়ে যায়। পরে এটি সচল করতে দুপুর একটা হলেও সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চালু করা সম্ভব হয়নি। কয়েকরকম পরীক্ষা-নিরীক্ষা শেষ করে বিদ্যুৎ লাইন চালু করতে হয়। এজন্য তিনটার মধ্যেই পল্লীবিদ্যুৎ লাইন চালু করতে পেরেছি। বর্তমানে পুরো বিদ্যুৎ লাইন চালু হলেও ব্রেকার বিস্ফোরণের ঘটনায় আমাদের ওয়াপদা অফিসের দরজার গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আর পল্লীবিদ্যুতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সীতাকুণ্ড পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর প্রকৌশলী গোলাম আহমেদ বলেন, ব্রেকার বিস্ফোরণে আনুমানিক ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে বিদ্যুৎ লাইন চালু আছে। তবে আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। তাই ব্রেকারটি কত সালে স্থাপন করা হয়েছে তা এ মুহূর্তে বলতে পারছি না।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!