বিএসআরএমে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বন্দরের কন্টেইনার পরিবহন বন্ধ

বিএসআরএমের অঙ্গ প্রতিষ্টান এমএম ট্রান্সপোর্ট থেকে শ্রমিক ছাটাই করার প্রতিবাদে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি শুরু করেছে।এতে চট্টগ্রাম বন্দরসহ চট্টগ্রামে কন্টেইনার পরিবহন ব্যবস্থা প্রায় বন্ধ রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা সকাল ৬টা থেকে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় কর্মসূচির সমর্থনে অবস্থান করছে।

এ সময় কর্মসূচিতে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত প্রদান করা, কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানায়।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইন উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিএসআরএম’র অঙ্গ প্রতিষ্টান এমএম ট্রান্সপোর্ট থেকে ছাটাইকৃতদের পুনবহাল করতে হবে। এছাড়াও পাঁচ দফা দাবিতে কর্মবিরতি করছি। কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম বন্দরের সকল কন্টেইনার পরিবহনই শুধু নয়, সকল ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!