বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে আহত আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণে দগ্ধ হওয়া আহতদের আরও একজন মারা গেছেন।

রোববার (১২ জুন) দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

নিহত ব্যক্তির নাম নুরুল কাদের (২২)। তিনি বাঁশখালীর উত্তর চেচুরিয়া এলাকার বাসিন্দা।

এছাড়া রোববার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাউসুল আজম নামের এক ফায়ার সার্ভিস কর্মী।

বিস্ফোরণের ঘটনায় এনিয়ে ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ মোট ৪৮ জনের মৃত্যু হলো।

নুরুল কাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পার্কভিউ হসপিটালের ডিজিএম মো. হুমায়ুন কবির বলেন, ‘পার্কভিউ হসপিটাল চিকিৎসাধীন থাকা নুরুল কাদের নামে আরেক ব্যক্তি রোববার দুপুর ২টার দিকে মারা যান। তিনি এর আগে লাইফ সাপোর্টে ছিলেন।’

প্রসঙ্গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিদগ্ধ শতাধিক শ্রমিক, কর্মকর্তা।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!