বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপে আবারও মিললো হাড়

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নয়দিন পর বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) দুপুরে পোড়া মালামালের স্তূপ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

সুমন বণিক জানান, ‘উদ্ধার করা হাড়গুলোর মধ্যে একটি পায়ের ছোট অংশ। এছাড়া শরীরের বিভিন্ন অংশের হাড় রয়েছে। তবে সেগুলো এক ব্যক্তির, নাকি বিভিন্ন ব্যক্তির, তা বোঝা যাচ্ছে না।’

উদ্ধার করা হাড়গুলো ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। সংগ্রহ করা নমুনাগুলো এরপর সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘণ্টা পর বিভিন্ন বাহিনীর চেষ্টায় নেভানো হয়।

ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!