বিএনপি বেলুনের মতো, যতক্ষণ গ্যাস ততক্ষণ ওড়াওড়ি, কর্মিসভায় আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি হলো গ্যাস বেলুনের মতো, যতক্ষণ গ্যাস থাকে ততক্ষণ তার ওড়াওড়ি। গ্যাস ফুরিয়ে গেলে বেলুনের মতো বিএনপিও চুপসে যায়।

তিনি বলেন, বর্তমানে বিএনপির দৌড়ঝাঁপ দেখে মনে হয় তাদের পিছনে কোন শক্তি ইন্ধন যোগাচ্ছে।

৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পাথরঘাটা রবীন্দ্র নজরুল একাডেমি মিলনায়তনে পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজম নাছির এ সময় বলেন, বৈশ্বিক সংকটকে ইস্যু বানিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াসে তৃতীয় কোন অপশক্তি বিএনপিকে সহায়তা দিয়ে যাচ্ছে। এই অপশক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। এই অপশক্তি বাংলাদেশকে পিছনে নিয়ে যেতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী ঐক্যবদ্ধ শক্তিতে সেই অপশক্তির বিনাশ করতে বদ্ধ পরিকর।

পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফজলে বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশফাক আহমেদের সঞ্চালনায় সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান রোকন, পাথর ঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান ইমন, দীপক ভট্টাচার্য, জসিম মাস্টার, আবদুস সালাম, রেজাউল করিম, রাধাবাঁশি দাশ,মো আনিস, ছদরুল হুদা, সঞ্চয়ন সেন মিঠু, সুরঞ্জিত চৌধুরী মিন্টু, সুজিত দাশ,ভক্ত রঞ্জন দাশ, সুমন চৌধুরী, শান্তনু রায়,নিখিল ঘোষ,তরনী সেন, প্রকাশ জৈন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় কোতোয়ালী থানা ও পাথর ঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!