বিএনপি না আসলেও নির্বাচন হবে, আইনশৃঙ্খলা কমিটির সভায় নজিবুল বশর এমপি

ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, ‘২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো ভুল নেই। এই খবর জানতে পেরে বিএনপি নির্বাচনে আসার জন্য উদগ্রীব হয়ে আছে। তারা না আসলেও নির্বাচন হয়ে যাবে।’

রোববার (২২ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, চৌদ্দ দলের কোনো পরিধি বাড়বে না। বড় জোর মহাজোট হতে পারে। তবে যারা বঙ্গবন্ধুকে মানে না, এমন কোনো ইসলামী দলকে নির্বাচনে আনার চেষ্টা কখনোই সুখকর হবে না।’

তিনি আরও বলেন, ‘হালদা নদী আর পাহাড় কেটে যারা মাটি-বালি পাচার করছে, ফটিকছড়ির পরিবেশ বিপন্ন করে তুলছে; তাদের দলীয় পরিচয় না দেখে সরাসরি অ্যাকশনে যেতে হবে।’

ইউএনও মো. সাব্বির রাহমান সানি সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়বের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মেয়র মো. ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানার ওসি মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান এসএম সোলায়মান, মো. শাহনেওয়াজ, ইকবাল হোসেন চৌধুরী, সরোয়ার উদ্দিন চৌধুরী, মো. জানে আলম, মুহাম্মদ অহিদুল আলম, মো. জিয়া উদ্দিন, সোয়েব আল ছালেহীন, মো. সোহরাব হোসেন, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!