বিএনপির কাউন্সিলর প্রার্থী পরিবর্তন ৩ ওয়ার্ডে

চসিক নির্বাচন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নিজেদের প্রার্থী পরিবর্তন করলো বিএনপি। শেষ সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্রে বিএনপির আইনজীবীরা সমস্যা পেয়ে প্রার্থী পরিবর্তনের পরামর্শ দিলে এই পরিবতর্ন আনা হয় বলে জানান নগর বিএনপির নেতারা।

নতুন ৩ প্রার্থী হলেন- ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে নগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক মাসুম, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ লেদু এবং ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সাধরণ সম্পদক সাদেকুর রহমান রিপন।

বিএনপি থেকে এর আগে ১৮ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, ৩২ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর এবং ৩৩ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খাঁনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় নিজেদের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করে নগর বিএনপি। এর আগে ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী মনোনয়ন বোর্ড কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করেন। ৪১টি সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নারী-পুরুষ মিলে ২ শতাধিক নেতানেত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২৪ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়র পদে ডা. শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেন। এরআগে ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের তপশীল ঘোষণার আগের দিন ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীর নাম ঘোষণা করা হয়। তিনি ১৯ ফেব্রুয়ারি ট্রেনযোগে ঢাকা থেকে চট্টগ্রাম এলে স্টেশন চত্বরে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান তাকে। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ডা. শাহাদাত ঢাকা থেকে চট্টগ্রাম এলে দলীয় নেতাকর্মীরা তাকেও পুরাতন স্টেশন চত্বরে শুভেচ্ছা জানাতে চাইলে প্রশাসন অনুমতি দেয়নি। পরে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে শাহাদাতের সাথে নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন।

২৭ ফেব্রুয়ারি মেয়র পদে ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন বাচাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ এবং প্রত্যাহার করতে হবে ৮ মার্চ। প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ৯ মার্চ। ২৯ মার্চ ভোট গ্রহণ করা হবে।

এবার নির্বাচনে অন্যান্য ওয়ার্ডে বিএনপির মনোনয়ন পেয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সিরাজুল ইসলাম রাসেদ (সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি), ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড মো. ইয়াকুব চৌধুরী (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, নগর বিএনপি), ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড মো. ইলিয়াছ (ওয়ার্ড সভাপতি), ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড মাহাবুবুল আলম (সহ-সভাপতি, নগর বিএনপি), ৫ নম্বর মোহরা মো. আজম (চান্দগাঁও থানা সভাপতি), ৬ নম্বর পূর্ব ষোলশহর হাসান লিটন (সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি), ৭ নম্বর পশ্চিম ষোলশহর ইসকান্দর মির্জা (যুগ্ম সম্পাদক, নগর বিএনপি), ৮ নম্বর শুলক বহর হাসান চৌধুরী (সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি), ৯ নম্বর উত্তর পাহাড়তলী আবদুস সাত্তার সেলিম (সভাপতি, আকবরশাহ থানা), ১০ নম্বর উত্তর কাট্টলী রফিক উদ্দিন চৌধুরী (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ১১ নম্বর দক্ষিণ কাট্টলী সোহরাব হোসেন চৌধুরী (সাবেক সভাপতি, ওয়ার্ড ছাত্রদল), ১২ নম্বর সরাইপাড়া শামসুল আলম (সহ-সভাপতি, নগর বিএনপি), ১৩ নম্বর পাহাড়তলী জাহাঙ্গীর আলম দুলাল (যুগ্ম সম্পাদক, নগর বিএনপি), ১৪ নম্বর লালখান বাজার আবদুল হালিম (শাহ আলম) (যুগ্ম সম্পাদক, নগর বিএনপি), ১৫ নম্বর বাগমনিরাম চৌধুরী সাইফুদ্দিন রাসেদ সিদ্দিকী, (সদস্য, নগর বিএনপি), ১৬ নম্বর চকবাজার একেএম সালাউদ্দিন কাউসার লাবু (সহসাংগঠনিক সম্পাদক, নগর বিএনপি), ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া একেএম আরিফুল ইসলাম (সদস্য, ওয়ার্ড বিএনপি), ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ইয়াসিন চৌধুরী আছু (সহসম্পাদক, নগর বিএনপি), ২০ নম্বর দেওয়ান বাজার হাফিজুল ইসলাম মজুমদার মিলন (সহসভাপতি, ওয়ার্ড বিএনপি), ২১ নম্বর জামালখান আবু মো. মহসিন চৌধুরী (ওয়ার্ড বিএনপি নেতা), ২২ নম্বর এনায়েত বাজার এমএ মালেক (সদস্য, নগর বিএনপি), ২৩ নম্বর উত্তর পাঠানটুলি মো. মহসিন (আহবায়ক, ওয়ার্ড বিএনপি), ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড এসএম ফরিদুল আলম (আহবায়ক, ওয়ার্ড বিএনপি), ২৫ নম্বর রামপুর, শহীদ মো. চৌধুরী (সহসম্পাদক, নগর বিএনপি), ২৬ নম্বর উত্তর হালিশহর মো. আবুল হাশেম (যুগ্ম-সম্পাদক, নগর বিএনপি), ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ মো. সেকান্দর (সভাপতি, ডবলমুরিং থানা বিএনপি), ২৮ নম্বর পাঠানটুলি এসএম জামাল উদ্দিন জসিম (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী মো. সালাহ উদ্দিন, (সভাপতি, সদরঘাট থানা বিএনপি), ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী হাবিবুর রহমান (সাধারণ সম্পাদক, সদরঘাট থানা বিএনপি), ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড দিদারুর রহমান লাভু (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ৩৪ নম্বর পাথরঘাটা ইসমাইল বালি (আহবায়ক, ওয়ার্ড বিএনপি), ৩৫ নম্বর বক্সিরহাট এডভোকেট তারিক আহমদ (উপদেষ্টা, নগর বিএনপি), ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গা মো. হারুন (ডক) (সিনিয়র যুগ্ম সম্পাদক, বন্দর থানা বিএনপি), ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর মো. ওসমান (সাংগঠনিক সম্পাদক, বন্দর থানা বিএনপি), ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর হানিফ সওদাগর (সভাপতি, বন্দর থানা বিএনপি), ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর সরফরাজ কাদের (সভাপতি, ইপিজেড থানা বিএনপি), ৪০ নম্বর উত্তর পতেঙ্গা মো. হারুন (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা মো. নুরুল আফছার (সভাপতি, পতেঙ্গা থানা বিএনপি)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২, ৩ ওয়ার্ড রোকসানা বেগম (সহপ্রচার সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দল), ৪, ৫, ৬ ওয়ার্ড শাহেনেওয়াজ চৌধুরী মিনু (সভাপতি, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকদল), ৭, ৮ ওয়ার্ড জিন্নাতুন নেছা জিনু (সাধারণ সম্পাদক, পাঁচলাইশ থানা মহিলা দল), ৯, ১০, ১৩ ওয়ার্ড সকিনা বেগম (সিনিয়র যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দল), ১৪,১৫,২১ মনোয়ারা বেগম মনি (সভানেত্রী, চট্টগ্রাম মহানগর মহিলা দল), ১৭, ১৮, ১৯ মাহমুদা সুলতানা ঝর্ণা (সভাপতি, ১৭ ওয়ার্ড মহিলা দল), ১৬, ২০, ৩২ এডভোকেট পারভীন আক্তার চৌধুরী (সমাজ কল্যান সম্পাদক, নগর বিএনপি), ২২, ৩০, ৩১ আরজুন নাহার মান্না (যুগ্ম সম্পাদক, নগর মহিলা দল), ১২, ২৩, ২৪ খালেদা বোরহান (সহসভাপতি, নগর মহিলা দল), ১১, ২৫, ২৬ জেসমিনা খানম (সহসভাপতি, নগর মহিলা দল), ২৮, ২৯, ৩৬ কামরুন নাহার লিজা (সাংগঠনিক সম্পাদক, নগর মহিলা দল), ২৭, ৩৭, ৩৮ সাহিদা খানম (সহসভাপতি, নগর মহিলা দল), ৩৩, ৩৪, ৩৫ মনোয়ারা বেগম (সহসাংগঠনিক সম্পাদক, নগর মহিলা দল), ৩৯, ৪০, ৪১ জাহিদা হোসেন (মহিলা দলনেত্রী)।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!