বায়েজিদে পুকুর ভরাট করে মামলা খেল ৭ জন, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদের কুলগাঁও এলাকায় পুকুর ভরাটের দায়ে সাতজনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার (১০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে পুকুর ভরাট কাজে নিয়োজিত মো. জহিরুল ইসলাম (৩৮), মো. সাদ্দাম (২৬) ও আক্তারুল (৩৬) নামে তিন শ্রমিককে আটক করা হয়।

পরে পরিদর্শক মো. মনির হোসেন বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করেন।

আটক তিনজনসহ অন্য আসামিরা হলেন মো. জামাল উদ্দিন (৪২), মো. মোজাম্মেল (৪৩), মো. আজগর হোসেন (৫৬) ও মো. আজম খান (৫০)।

পরিদর্শক মো. মনির হোসেন বলেন, ‘অবৈধভাবে পুকুরটির প্রায় ৯০ শতাংশ ভরাট করা হয়েছে। এ ঘটনায় জড়িত সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। এরমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!