বায়েজিদে তেলের ড্রাম বিস্ফোরণে পুড়লো অবোধ দুই শিশু

পাম তেলের ড্রাম বিস্ফোরণে নগরীর বায়েজিদ এলাকায় পুড়ে গেছে দুই শিশুর শরীরের ৬০ ভাগ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকার খাজা স্টোরে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো- মুক্তিযোদ্ধা কলোনির মো. ইয়াছিনের ছেলে রিফাত (৮) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মোবারক (৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) শীলব্রত বড়ুয়া চিকিৎসকের বরাত দিয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রিফাত ও মোবারকের শরীর প্রায়ই দগ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ লিটারের একটি পাম তেলের ড্রাম ঢাকনা না খুলেই গরম করতে দেয় খাজা স্টোরের কর্মচারী। উতপ্ত হয়ে ড্রামটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় পাশেই খেলছিল রিফাত ও মোবারক। এতে ওই দুই শিশুর শরীর পুড়ে যায়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, খাজা স্টোরের কর্মচারীরা পাম তেলের একটি ড্রামের ঢাকনা না খুলে নিচে আগুন দিয়ে গরম করার সময় ড্রামটি বিস্ফোরিত হয়। এতে পাশে খেলতে থাকা দুই শিশু দগ্ধ হয়।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!