বায়েজিদে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

নগরীর রায়েজিদ বোস্তামি কাঁচাবাজারে নির্বাহী ম্যাজিস্ট্র্যট আলী হাসান রবিবার (১৯ মে) বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। এ সময় সাত দোকানিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বায়েজিদ বোস্তামী কাঁচাবাজারে অভিযান চালিয়ে চার কাঁচাবাজারের দোকানে মূল্য তালিকা না থাকায় চার হাজার টাকা,অতিরিক্ত মুল্যে সোনালী মুরগী বিক্রির দায়ে এক মুরগী বিক্রেতাকে এক হাজার টাকা,পুরাতন সিরা দিয়ে জিলাপি তৈরি, পচাঁ ও বাসি মিহিদানা বিক্রির দায়ে ফাতেমা হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মূল্য তালিকা টাঙানো ও অতিরিক্তি মূল্যে পণ্য বিক্রির ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এমসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!