বায়েজিদে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন।

গ্রেপ্তারকৃতরা হলেন হলেন মো. রুবেল (২৮), সাহেদুল ইসলাম (২১)।

ডিবি কর্মকর্তা আসিফ মহিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত দুইজন চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী ও অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকায় ছিনতাই করে।এই চক্রের সদস্যরা চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী ও অক্সিজেন-কুয়াইশ সড়কে যাত্রীবেশে অটোরিকশায় ওঠে। পরে চালককে ভয়ভীতি দেখিয়ে নামিয়ে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে সেই অটোরিকশা ফেরত দেয়।

আসিফ মহিউদ্দীন আরও বলেন, এসব চোরাই সিএনজি অটোরিকশা ব্যবহার করে এ চক্রের সদস্যরা ছিনতাই, ডাকাতি করে বেড়ায়। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে হাটহাজারী থানায়ও ছিনতাইয়ের মামলা আছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!