বায়েজিদে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার কর্ণফুলি থেকে উদ্ধার : গ্রেফতার ২

বায়েজীদ থেকে চুরি যাওয়া ৭৯টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৩৯ সিলিন্ডার উদ্ধার হয় নগরীর কণর্ফুলি এলাকা থেকে। প্রতিষ্ঠানের তালা কেটে চুরির ঘটনার সাথে জড়িত চোর চক্রের দু সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

 

13912781_1205825282781877_2815772664668189049_n

 

শুক্রবার দিনভর অভিযান চালিয়ে নয়া মিয়া (৪৯) ও মোহাম্মদ হোসাইন (৩৫) নামের ওই দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।

 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গত ২ আগস্ট রাতে বায়েজিদ থানাধীন নয়ারহাট পদ্মা ট্রেডিং প্রতিষ্ঠানের তালা কেটে ৭৯ টি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। পরে এ ঘটনায় থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির মালিক।

 

 

শুক্রবার দুপুর থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে জড়িত সন্দেহে নয়া মিয়া (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে ৩৬টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় এবং চোরাই মাল ক্রয়ের অপরাধে ব্রিজ ঘাট এলাকার মমতাজ এন্টারপ্রাইজের মালিক মো. হোসাইনকেও (৩৫) গ্রেফতার করা হয়।

13934941_1205825409448531_4836332913691542825_n

 

 

 

সর্ব শেষ অভিযানে একই থানার ইছানগর এলাকায় নাজিম নামে একজনের বাসা থেকে আরও তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।

 

 

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে এ চুরির ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও বাকি সিলিন্ডারগুলো উদ্ধারে চেস্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি মহসিন।

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!