বায়েজিদে আগুনে পুড়ে ছাই দোকান-ওয়ার্কশপ

চট্টগ্রামের বায়েজিদ থানার পূর্ব নাসিরাবাদ টেক্সটাইল গেইট এলাকায় ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ছয়টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে বায়েজিদ থানা রোডের পানির কল এলাকায় একটি দোকানে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের অপারেটর হুমায়ন কবির বলেন, ‘আগুনে ছয়জন মালিকের বিভিন্ন মাপের ছয়টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে মুদি, চা, ওষুধ, ওয়ার্কশপ, মোবাইল সার্ভিসিং এবং স্টিলের মালামাল তৈরির একটি দোকান একেবারেই পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় ছয় লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও এর আগেই আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়।’

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!