বায়ুদূষণে চট্টগ্রামবাসীর গড় আয়ু কমে যাচ্ছে প্রায় ৫ বছর

চট্টগ্রাম এখন ৮৫ লাখ মানুষের শহর। বায়ুদূষণের দিক থেকে বাংলাদেশের অন্য শহরগুলোর তুলনায় চট্টগ্রামের অবস্থান মোটামুটি ভালো। কিন্তু এরপরও বন্দরনগরীতে এখনও যে পরিমাণ বায়ুদূষণ রয়েছে, তাতে চট্টগ্রামবাসীর গড় আয়ু কমে যাচ্ছে ৪ দশমিক ৮ বছর।

তবে বাংলাদেশে তীব্র বায়ুদূষণের কারণে সবমিলিয়ে সাড়ে ছয় বছরের বেশি আয়ু কমে গেছে। বাতাসের বিষাক্ত কণাগুলো সহনীয় মাত্রায় থাকলে দেশের মানুষ হয়তো ৬ দশমিক ৭ বছর বেশি বাঁচতে পারতো। বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশটির নাম বাংলাদেশ। ভারত রয়েছে এরপরেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুসারে, বর্তমানে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা পূরণ হলে এ দেশের মানুষের গড় আয়ু আরও প্রায় সাত বছর বেড়ে যেতো।

এর আগে ১৯৯৮ সালে বায়ুদূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু কমে গিয়েছিল ২ দশমিক ৮ বছর। গত কয়েক বছরে দেশে বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের’ তথ্য অনুসারে, বাংলাদেশের ৬৪ জেলার বায়ুতেই দূষণকারী বিষাক্তকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় উল্লেখিত মাত্রার চেয়ে অন্তত চারগুণ বেশি।

বিশেষজ্ঞদের মতে, বাতাসের বিষাক্ত কণা বা পিএম২.৫ (পার্টিকুলেট ম্যাটার) আসে মূলত গাড়ির ইঞ্জিন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি থেকে। এগুলো নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শরীরে প্রবেশ করা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

বিশ্ব বায়ু মান প্রতিবেদন ২০২০ অনুসারে, বাংলাদেশে গড়ে বার্ষিক পিএম২.৫ গ্রহণের হার ৭৭ দশমিক ১ মাইক্রোগ্রাম/ঘনমিটার, যা ডব্লিউএউচও নির্ধারিত সহনসীমার চেয়ে প্রায় সাতগুণ বেশি।

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে বাংলাদেশের ৬৪ জেলার বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সবচেয়ে দূষিত বিভাগ হচ্ছে ঢাকা ও খুলনা। এ দুটি অঞ্চলে বায়ুদূষণের মাত্রা ডব্লিউএইচও নির্দেশিকার তুলনায় আটগুণ বেশি এবং এর কারণে সেখানকার বাসিন্দাদের প্রত্যাশিত আয়ু কমে যাচ্ছে প্রায় আট বছর করে। এমনকি দেশের অন্য অঞ্চলের চেয়ে তুলনামূলক ভালো অবস্থায় থাকা চট্টগ্রামের বাসিন্দাদের গড় আয়ুও ৪ দশমিক ৮ বছর কমিয়ে দিচ্ছে এই বায়ুদূষণ।

এই দূষণ নিয়ন্ত্রণে আনলে সবচেয়ে বেশি গড় আয়ু বৃদ্ধি পেতে পারে সাতক্ষীরায় ৮ দশমিক ১ বছর। এরপর নড়াইলে ৭ দশমিক ৯ বছর, যশোর, গোপালগঞ্জ, ঝিনাইদহে ৭ দশমিক ৮ বছর, খুলনা, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, মাগুরা ও ফরিদপুরে ৭ দশমিক ৭ বছর করে। বায়ুদূষণ কমলে ঢাকাবাসীও ৭ দশমিক ৭ বছর করে বেশি বাঁচতে পারেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!