বাড়তি টাকা না পেয়েই সেনাসদস্যকে মারধর চট্টগ্রাম রেলস্টেশনে

আরএনবির তিন সদস্যের বিরুদ্ধে মামলা

বাড়তি টাকা না দেওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সেনা সদস্যের ওপর হামলা করে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। র‌্যাবের কাছে দোষ স্বীকার করেছে আটক তিনজন।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব।

হামলার ঘটনায় তিন আরএনবি সদস্যের বিরুদ্ধে মামলা করছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৮আগস্ট রাতে ১০টায় ট্রেনে ওঠার সময় সেনা সদস্যকে বাধা দেয় আরনবি সদস্যরা। টিকিট থাকার পরও এ সময় তারা অতিরিক্ত ৩০০ টাকা দাবি করে ওই সেনা সদস্যের কাছ থেকে।

টাকা না দিয়ে আরএনবি সদস্যদের এসব কথা ভিডিও করতে থাকেন তিনি। এক পর্যায়ে সেনা সদস্যকে মারধর ও গালিগালাজ করতে থাকে আরএনবির সদস্যরা।

এ ঘটনা এক অনলাইন পোর্টালের সাংবাদিক ভিডিওর পর সংবাদ প্রকাশ তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ২৫ আগস্ট যৌথবাহিনী অভিযান চালিয়ে ঢাকা এবং চট্টগ্রাম থেকে তিনজনকে আটক করে।

আটকরা হলেন মাইন হাসান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও রবিউল ইসলাম (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!