বাস-রিক্সার সংঘর্ষে একব্যক্তি নিহত পটিয়ায়

চট্টগ্রামের পটিয়ায় শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিক্সার সংঘর্ষে সমীর শীল (৫০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের কচুয়াই পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহত সমীর শীল কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনীন্দ্র শীলের ছেলে।

নিহতের ভাই বাদল শীল বলেন, ‘সকালে বাজার করার জন্য সমীর একটি ব্যাটারিচালিত রিক্সাযোগে কচুয়াই থেকে পটিয়া সদরে যাচ্ছিলেন। রিক্সাটি বাইপাস এলাকার কচুয়াই পয়েন্টে উঠতে গেলে বিপরীত দিক থাকা আসা দ্রুতগামী একটি শ্যামলী পরিবহন বাস রিক্সাটিকে চাপা দেয়। এতে সমীর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক বলেন, ‘দুর্ঘটনায় রিক্সাচালকসহ আহত ৩ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন মারা গেছেন। বাসটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে চালক-হেলপার পলাতক রয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!