বার্থ অপারেটরের অদক্ষতায় মুহূর্তেই মৃত্যু বন্দর নিরাপত্তাকর্মীর

কর্তব্যরত অবস্থায় কনটেইনার ওঠানামার ক্রেন ভেঙ্গে পড়ে লোকমান উদ্দিন খান (৪৫) নামে চট্টগ্রাম বন্দরের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) রাত দশটার দিকে চট্টগ্রাম বন্দরের ছয় নম্বর শেডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ‘চালকের অদক্ষতায় এ দুর্ঘটনায় ঘটেছে।’ অন্যদিকে বন্দরের শ্রমিকরা বলছেন, ‘বার্থ অপারেটরের নিয়মবহির্ভূত কাজের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

বন্দর থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন রাজু বলেন, ‘চট্টগ্রাম বন্দরে অন ডিউটিরত অবস্থায় কনটেইনার ওঠানামার ক্রেনের স্প্রেডার পড়ে লোকমান উদ্দিন খান নামে একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তার মাথা ও ঘাঁড় একেবারে থেঁতলে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ক্রেনচালকের অদক্ষতায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান মহিউদ্দিন রাজু।

এদিকে নুরুল আমিন রনি নামে বন্দরের এক শ্রমিক বলেন, ‘যে নিরাপত্তারক্ষীরা বন্দরে কর্মরত মানুষের জান ও মালের নিরাপত্তা দেয়, আজ তারাই তাদের জান ও মালের নিরাপত্তাহীনতায় ভুগছে। বার্থ অপারেটরের নিয়মবহির্ভূত কাজের ফলে আমাদের ভাই অন স্পটে মৃত্যুবরণ করেছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেননি চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!