বার্জার ফসরক দেশে নিয়ে এলো তিন পণ্য

বার্জার ফসরক লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে কেমিক্যাল অ্যানকর ‘লকফিক্স ই সিরিজ’। সম্প্রতি রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ রাসায়নিকের তিনটি পণ্যের উদ্বোধন করেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

বার্জার পেইন্টস বাংলাদেশ ও ফসরক ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি হচ্ছে বার্জার ফসরক। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকফিক্স ই সিরিজের তিনটি পণ্য হচ্ছে ই৩৫, ই৫৫, ই৭৫। এগুলোর মাধ্যমে কনক্রিটের বা বিডের দেয়ালে সহজে রড লাগানো যাবে। এসব পণ্য জার্মানি থেকে আমদানি করা।

রূপালী চৌধুরী বলেন, ‘আমরা কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসছি। যে কোনো বিল্ডিং তৈরি, ব্রিজ তৈরিতে কনস্ট্রাকশনে কেমিক্যালের দরকার রয়েছে। কনজ্যুমারদের মধ্যে যে নলেজ গ্যাপ রয়েছে তা দূর হবে, আর আমাদের এবং ফসরেকের মধ্যে মেলবন্ধন আরও শক্তিশালী ও দৃঢ় হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহসিন হাবিব চৌধুরী, ফসরক কেমিক্যালের জেনারেল ম্যানেজার সনজিব দত্ত, বার্জার ফসরকের হেড অব সেলস গালিব মোহাম্মদ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!