বায়েজিদে বাড়তি দামে চিনি-ওষুধ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাড়তি দামে চিনি এবং ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে ২৩ জরিমানা করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বায়েজিদ এলাকায় এই অভিযান চালায় চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, বায়েজিদের আরেফিন নগর এলাকায় চিনির প্যাকেটের গায়ে লেখা মূল্য কেটে বেশি দামে বিক্রি করায় রহমান ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রৌফাবাদ এলাকায় ওষুধের প্যাকেটের গায়ে লেখা মূল্য কেটে বেশি দামে বিক্রি করায় রনদীপ ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাছরিন আক্তার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘চিনির দাম ঘষে তুলে ফেলে বাড়তি দামে বিক্রি করায় রহমান ট্রেডার্সকে ২০ হাজার এবং ওষুধের প্যাকেটের দাম কেটে অধিক দামে বিক্রি করায় রণদীপ ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এছাড়া অভিযানে বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারসহ নানা পণ্যের দাম যাচাই-বাছাই করা হয় বলে জানান তিনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!