বায়েজিদে নিহত সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা, সঙ্গে চাকরির আশ্বাসও

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া রিকশাচালক জাহেদ আলীর পরিবারকে পাঁচ লাখ টাকার স্থায়ী জামানত দিচ্ছে সরকার।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।

ডিসি বলেন, ‘জাহেদ আলীর (২৮) পরিবারকে সহায়তার জন্য মঙ্গলবার সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মহোদয় ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান স্যারের সঙ্গে কথা হয়েছে। আমি যেহেতু একসময় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ছিলাম, তাই আজ সকালে ওনাদের সঙ্গে কথা বলেছিলাম, রিকশাচালকের পরিবারকে কোনো সহযোগিতা করা যায় কি-না সেটা দেখার জন্য।’

তিনি বলেন, ‘এই সময় প্রতিমন্ত্রী জানতে চান— লাইনটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নাকি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের? আমি উনাকে নিশ্চিত করেছি এটা পিডিবির লাইন। পরে প্রতিমন্ত্রী পরিবারটিকে পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়ার নির্দেশ দেন।’

ফখরুজ্জামান আরও বলেন, ‘পিডিবির চেয়ারম্যানের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কথা বলে পরিবারটিকে পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত করে দেওয়া হবে।’

এছাড়াও ভুক্তভোগীর পরিবারে যোগ্য কেউ থাকলে বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোনো কোম্পানিতে চাকরির ব্যবস্থাও হতে পারে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক।

এর আগে গত রোববার (১৪ মে) সকালে অক্সিজেন মোড়ে চলন্ত রিকশায় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জাহেদ আলী দগ্ধ হন।

পরবর্তীতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!