বাবা-মেয়ে ক্যাম্প থেকে পালিয়ে আলীকদমে এসে ধরা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বান্দরবানের আলীকদম উপজেলায় পালিয়ে আসা বাবা ও মেয়েকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটক বাবা-মেয়ে হলেন- টেকনাফ চাকমার কুল রোহিঙ্গা শরনার্থী ই-ওয়ান ব্লকের ২১ নং ক্যাম্প বাসিন্দা নুরুল আমিন (৪৫) ও তার মেয়ে মাইজুমা বেগম (১৮)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে থানা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা টেকনাফ চাকমার কুল রোহিঙ্গা শরনার্থী থেকে আলীকদম পালিয়ে আসে। তবে আটক মাইজুমা বেগম ১০ দিন আগে এক রোহিঙ্গা ছেলের সাথে পালিয়ে আলীকদম আসে। তার বাবা আসে গত মঙ্গলবার।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থী বাবা মেয়েকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাবা ও মেয়েকে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বাবা মেয়ে আটক হওয়ার আগে গোপনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন মো. আবু শামা নামে তাদের আত্মীয়। পরে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় বলে জানান স্থানীয়রা

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!